কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়? বোর্ড চ্যালেঞ্জ করলে কি পাশ দেওয়া হয় বা রেজাল্ট পরিবর্তন হয়?
ফেল করলে অথবা কোন বিষয়ে কম মার্ক পেলে তা কি বোর্ড চ্যালেঞ্জ করলে কি পাশ করে দেওয়া ও মার্ক বাড়িয়ে দেওয়া হয়? এই বিষয়টি বেশিরভাগ শিক্ষার্থীদের মাঝে ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন বোর্ড চ্যালেঞ্জ করা বোকমি। বোর্ড চ্যালেঞ্জ করলে পরীক্ষার ফলাফল পরিবর্তন হয় না। বিষয়টি কখনওই এমন নয়। কেননা নিচের দেওয়া পিকগুলো লক্ষ্য করুন যা গত বছরের বোর্ড চ্যালেঞ্জ করার আগে এবং পরের রেজাল্ট।
এখানে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী ফেল করেছে পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করে তারা পাশ করেছে। এমনকি আরও দেখা যায় যে অনেকে কয়েক মার্কস জন্য এ প্লাস পায়নি সেক্ষেত্রেও দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জ করার পর তারা এ প্লাস বা এ গ্রেড পেয়েছে। কেননা বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার খাতা আবারও পুন নিরীক্ষণ করা হয়। যদি আপনি সত্যিকার অর্থেই মার্ক বেশি পেয়ে থাকেন তাহলে আপনার নাম্বারটি আবারও যোগ করা হবে এবং আপনার রেজাল্ট পরিবর্তন হবে। তবে যদি আপনি মনে করেন বোর্ড চ্যালেঞ্জ করলেই রেজাল্ট পরিবর্তন হবে বিষয়টি এমন নয়।
আরো পড়ুনঃ PDF ঢাকা বিশ্ববিদ্যালয়ের "খ " ইউনিটের প্রশ্নব্যাংক সহ সমাধান।
আপনি যদি সত্যিই ভালো পরীক্ষা দিয়ে থাকেন এবং আপনার পুরো বিশ্বাস রয়েছে সব উত্তর সঠিকভাবে দেওয়ার পরও আপনি সঠিক রেজাল্ট পাননি বা মার্ক কম পেয়েছেন সেই ক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করুন। বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার খাতার নাম্বার গুলো আবারও হিসাব করা হবে। এবং হিসেব করে যদি কোন ভুল পরিলক্ষিত হয় তবে তা আবার সংশোধন করে রেজাল্ট প্রকাশ করা হবে।
৮ম ও ৯ম শ্রেণির নতুন বই পিডিএফ ২০২৪
বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম- Board Challenge kivabe korbo
বোর্ড চ্যালেঞ্জ করতে হেল্প লাগলে যোগাযোগ করতে পারেন Whatsapp: 01749498408
hsc board challenge,board challenge system,board challenge kivabe korbo,board challenge kivabe kore,board challenge korar niom,board challenge,board challenge kivabe korbo,board challenge system,board challenge date,how to hsc board challenge,hsc board challenge,বোর্ড চ্যালেঞ্জ,বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম,খাতা চ্যালেঞ্জ,বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম,বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কিভাবে দেখব,বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করে
Post a Comment