আপনি কেন বার বার ব্যর্থ হচ্ছেন...!!!

আর ভেবে ভেবে মাথার চুল গুলো উপড়ে ফেলচ্ছেন, আর ভাবচ্ছেন
আমার দ্বারা কিছু সম্ভব না...?
আমি আর পারব না...?
ব্যর্থতাই আমার জীবন...?
নাকি
ওদের বাপের টাকা আছে তাই ওরা চাকুরী পাবে...?

অনেকের এই ধারণা গুলো আজকের নতুন নয়। 
হুম তাই আমি বলচ্ছি আপনি এসব ভুল ভাবছেন।

তাই আসুন জানুন, কেন আপনার চাকুরী হচ্ছে না...?

অনেকেই বলেন অনেক ভাল পরীক্ষা দিয়েছেন। অনেকবার ভাইভা দিয়েছেনপপ৬। তারপরও আমার জব হচ্ছে না কেন৷ আপনি গভীর হতাশায় নিমজ্জিত হচ্ছেন এবং পদ স্বল্পতা ইত্যাদি ইত্যাদি নানা বিষয়কে আপনি অনবরত দোষারোপ করে যাচ্ছেন অথচ আপনি কেন ব্যর্থ হচ্ছেন সেটা একবারও চিন্তা করে দেখেন নাই আপনার মূল সমস্যাটা কোথায় আসলে।
আমি কিছু বিষয় বলছি চিন্তা করুন একবার চোখ বুজে।

কোন দিন কি কোন পরীক্ষার সার্কুলারে প্রার্থীরা সবাই ফেল করেছে শুনেছেন? না শুনেননি অর্থাৎ সব পরীক্ষাতে শূন্য পদের নূন্যতম তিনগুন বেশি পাস করে থাকে। অর্থাৎ এখানে একটা উদাহরণ দিচ্ছি,

বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিয়েছেন তখন একই ক্লাসে, একই স্যারের লেকচার শুনে একজন পাচ্ছে সিজিপিএ ৩.৯০ আরেকজন পাচ্ছেন ৩.০০। যে পরীক্ষায় সিজিপিএ ৩.৯০ পেয়েছে এবং যে সিজিপিএ ৩.০০ পেয়েছে দুইজনই কিন্তু First Class পেয়েছে। এবার আপনি বলুন দুইজনই ফ্লাস্ট ক্লাস পেয়েছে একিন্তু এখানে দুইজনের মান কি সমান? নিশ্চয় না কারণ যে ৩.৯০ পেয়েছে সেই সেরা। ঠিক চাকরি পরীক্ষায় নিদিষ্ট নম্বর পেলে আপনি ভাইভা ও রিটেনের সুযোগ পান। বিসিএস রিটেনের কথা ই ধরেন এখানে গড়ে ৪৫০+ নম্বর যারা পাবে তারা সবাই ভাইভা দেওয়ার সুযোগ পায়। এখন চিন্তা করুন এখানে যে ৫৮০+ পাবে এবং যে ৪৫০+ পাবে দুইজনই কিন্তু ভাইভা প্রার্থী। কিন্তু আপনাকে যদি চাকরি দেওয়ার সুযোগ দেওয়া হয় অর্থাৎ আপনি যদি চাকরিদাতা হউন তাহলে আপনি কি যে ৪৫০+ পেয়েছে তাকে নিবেন না যে ৫৮০+ পেয়েছে তাকে নিবেন। নিশ্চয়ই আপনি যে ৫৮০+ পেয়েছে তাকে নিবেন। ঠিক তেমনি নিয়োগকারী কর্তৃপক্ষ সর্বোচ্চ নম্বর যারা পাই তাদেরকেই নিয়োগের জন্য সুপারিশ করেন।

এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে রিটেনে কম মার্কের জন্য আপনি জব পাচ্ছেন না। বলতে পারেন ভাইভা একটা বিশাল বিষয়। বিসিএস ভাইভা হয় ২০০ মার্কের। পাস করলেই ১০০ পাবেন এবং যে বেশি ভাল দিয়েছে সে হয়তো ১৪০+ পাইতে পারে। এখন রিটেনে যার নম্বর ৫৮০ + হয় সে ভাইভাতে ১০০ পেলেও জব পাবে কিন্তু যে রিটেনে ৪৫০+ পাবে সে ভাইভাতে ১৪০+ পেলেও জব পাবে না। কারণ রিটেনে অনেক মার্ক ব্যবধান। তাছাড়া ব্যাংকে তো মাত্র ২০ নম্বরের ভাইভা হয় এবং অন্যান্য জবে ৫০/১০০ হয়ে থাকে। আচ্ছা আপনি বলুন যে রিটেনে ৫৮০+ পাবে সে কি ভাইভা ভাল করবে না? সে অবশ্যই যে ৪৫০+ পাবে তার থেকে বেশি পাবে এটা নিশ্চিত। তাই সমস্ত চাকরী নির্ভর করছে আপনার রিটেনের মার্ক এর উপর।

অপ্রিয় হলেও সত্য কথা হচ্ছে যারা রিটেন দেয় তারা কিন্তু বুঝতে পারে আসলে তার রিটেন কেমন হয়েছে। এবং সে অনুযায়ী সে কত মার্ক পাবে এটা সে বুঝতে পারে। হয়তো কিছু মার্ক এই দিক ওদিক হয়।

অবশেষে বলছি আপনি বার বার ভাইভা দিয়েও কেন জব পাচ্ছেন না এর মূল কারণ হচ্ছে আপনি রিটেনে কম নম্বর পেয়েছেন। সুতরাং এখন থেকে চেষ্টা করুন কীভাবে রিটেনে ভাল মার্ক পাওয়া যাবে সেটা নিয়ে। এই বিষয়ে অন্য কোন সময় লিখবো।

সবার জন্য শুভ কামনা রইল।

এস.এম.আলাউদ্দিন মাহমুদ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।