আজ আমরা দেখব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোন বই গুলা পড়তেই হবে। আজকে আমরা মানবিক বিভাগ নিয়ে আলোচনা করব হয়ত পরবর্তীতে অন্যান্য বিভাগ নিয়ে আলোচনা করা হবে।
দেখে নিন যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যে বইগুলো অবশ্যই পড়তে হবে |
সামনে এইচ এস সি পরীক্ষা তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি এই ব্যাপারটা তেমনভাবে কারো মাথায় আসছে না। সবাই শর্টকাট সাজেশন নিয়ে ব্যস্ত পরীক্ষা ভাল করার জন্য। কিন্তু তুমি হয়ত কোন না কোন ভাবে এইচএসসি পরীক্ষায় ভাল করলে কিন্তু এরপর ভর্তি পরীক্ষা, তখন কি করবে। তখন তো কোন শর্টকাট সাজেশন কাজে দিবে না। তখন আবার ডিটেইলস পড়তে হবে। তাই এখন থেকে লাইন টু লাইন পড়ার চেষ্টা কর যাতে ভর্তি পরীক্ষায় আগে আবার কষ্ট করে যেন পড়তে না হয়।
তাই দেখে নিন যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যে বইগুলো অবশ্যই পড়তে হবে
1. উচ্চমাধ্যমিক বাংলা প্রথম পত্র
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।
2. জয়কলি বাংলা বিচিত্রা
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।
3. নবম-দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।
4. Competitive Exam
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।
5. Barron’s TOEFL & Cliff’s TOEFL
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।
7. MP3 (বাংলাদেশ+আন্তর্জাতিক)
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই বইগুলোর কেন বিকল্প নাই। এই বইগুলো পড়ার পর অন্য বইয়ের সাহায্য নিতে পার।
অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই এই কয়েকটা বই পড়লে কি হবে? তাদের প্রতি আমার উত্তর হল তুমি আগে বইগুলা ভালভাবে শেষ কর। তাহলে তুমিই তোমর প্রশ্নের উত্তর পেয়ে যাবে।
তোমাদের প্রতি রইল শুভ কামনা।
লিখেছেন
মাহফুজ মারুফ
সরকার ও রাজনীতি বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Post a Comment