How to learn  graphics design for freelancing work, Special Tips of 2020


Freelancing Graphic Design: The work of graphics design through the Internet is a very big task. As shown by the graphics design, you can earn a lot of money in a short amount of time. Many people want to learn graphics design to earn money. Many people want to be a graphics designer sitting in the hobby. All in all, Ichcha wants to be a graphics designer in the same way.

Learn how to design graphics for freelancing work
বাংলায় পড়তে একটু নিচে যান
However, for those who want to become a graphics designer through the Internet, the questions first arise. They do not have the answer to the question. And first of all, the question comes to the question "How to teach graphics design". When I started working with graphics design on my own and as a new freelancer, many questions arose in my mind. So today, I will discuss the possible ways of learning Graphic Design through this article. So that you can get a pretty clear idea.

First of all, I would like to clarify one thing for you to work in the Internet Marketplace but you have to compete with the designers around the world. But if you do a good job first, then you will have no problem getting your job done later. And everyone wants to get his work done with a skilled designer. Think you will build a house Do you want to build a house with a new mechanic? You never want

For that you have to do a good job first. So that Bayern doesn't understand by looking at your work you can do better. Then your profile will need to be neatly arranged. As if Bayern were happy to see it. The profile will highlight everything you can do. By doing this you will get the job done very easily. However, it takes a few days to get to work first.

A student from almost all countries of the world can take a degree in graphics design from a university. But we do not have that good system in Bangladesh. However, day after day the government of Bangladesh is paying special attention to this. Also, Graphic Design is divided into two sections. Namely- (1) academic and (2) professional.
বাংলায় পড়তে একটু নিচে যান
However, there is no such thing as a professional degree in Bangladesh. Overall, there is no good educational institute like learning graphics design in Bangladesh. And not such a long-term training center. From where the good quality Graphic Designer will come out. However, there are some graphics design coaching centers, but the value is not always there. As a result, many designers have fallen prematurely without getting work in the market.

What to do if you teach in all these places. You can't do good work by learning from them. And you will not find work in the freelancing marketplace. Because there are thousands of good designers. You have to work with them to compete and get work from Bayern.

You need to know what you need to know first to learn graphics design first. You have to remember that not everything is possible in one day. Because an artist studies for a few years after which he can paint a complete picture. And in the long run, he is taught what colors, lines and what. How to mix more than one color will get special colors. He was given ideas in this regard. In the field of digital design, the artisan must give importance to the color.

Moreover, they are asked to explain why they should use the tool in the image, why to use the format, what kind of size to design and how to use it. Most of these special topics are not taught to the designer. As a result, they design well but don't like Bayern.

So when someone asks us how to be a graphics designer, we can't answer him. And it becomes very difficult for us to answer that question. Learning graphic design is best for getting support from an organization. Then, in a short time, fast and good work can be learned. And if you go to learn to read books, you have to spend a lot of time.
বাংলায় পড়তে একটু নিচে যান
However, after learning from your organization and reading books. Many people think that when I'm learning why I read books again. This kind of attitude has to change. You will find many blogs on the internet for you to read. Can read from there. I regularly blog posts about freelancing on this website. You can visit regularly if you want.

I'll write again with the next section and stay with me. Many thanks to everyone. And if you like the article, be sure to share.


ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনঃ 
ইন্টারনেটের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করা একটি অনেক বড় মাপের কাজ। হিসাবে করে দেখা গেছে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে আপনি অল্প সময়ে অনেক বেশি পরিমানে টাকা আয় করতে পারবেন। অনেকে টাকা আয় করার জন্য গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই। আবার অনেকে শখের বসে গ্রাফিক্স ডিজাইনার হতে চাই। মোট কথা যার যেমন ইচ্চা সে তেমন ভাবে গ্রাফিক্স ডিজাইনার হতে চায়।

ফ্রিল্যান্সিং কাজের জন্য গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন

তবে, যারা ইন্টারনেটের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাদের মনে প্রথমে নানা প্রশ্নের তৈরি হয়। যে প্রশ্নের উত্তর তাদের কাছে থাকে না। আর নতুন সকলের মনে প্রথমে এই প্রশ্ন চলে আসে "কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখাবো"। আমি নিজে ও যখন নতুন ফ্রিল্যান্সার হিসাবে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ শুরু করি তখন আমার মনে ও নানা প্রশ্ন তৈরি হয়েছিলো। তাই আজকে আমি এই আর্টিকেলের মাধ্যমে Graphic Design শেখার সম্ভাব্য পথ গুলো সম্পর্কে আলোচনা করবো। যাতে আপনারা পরিস্কার ভাবে একটি সুন্দর ধারণা পেয়ে যাবেন।

প্রথমে আপনাদের একটি বিষয়ে পরিস্কার ভাবে বলতে চাই ইন্টারনেটের মার্কেটপ্লেসে কাজ পাবার জন্য কিন্ত আপনাকে সারা বিশ্বের ডিজাইনাদের সাথে প্রতিযোগিতা করে কাজ নিতে হবে। তবে প্রথমে দুই একটা কাজ ভাল করলে পরে আপনার কাজ পেতে আর কোনো সমস্য থাকবে না। আর সবাই তার কাজটা করিয়ে নিতে চাই দক্ষ ডিজাইনার দিয়ে। মনে করুন আপনি একটি ঘর তৈরি করবেন আপনি কি চাইবেন নতুন মিস্ত্রি দিয়ে আপনি ঘরটা তৈরি করেনি। আপনি কখনো চাবেন না।

তার জন্য প্রথমে আপনাকে দুই একটা ভালো কাজ করে রাখতে হবে। যাতে আপনার ঔ কাজ গুলো দেখে বায়ার্ন বুঝতে পারে না আপনি ভালো কাজ পারেন। তারপরে আপনার প্রাফাইলটা সুন্দর করে সাজাতে হবে। যেন বায়ার্নরা দেখে খুশি হয়। আপনি কি কি কাজ পারেন সেই সকল কিছু প্রাফাইলে তুলে ধরবেন। এতে করে আপনি খুব সহজে কাজ পেয়ে যাবেন। তবে, প্রথমে কাজ পেতে কিছু দিন সময় লাগে।

বিশ্বের প্রায় সকল দেশের একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক্স ডিজাইনের উপর ডিগ্রী নিতে পারে। কিন্ত আমাদের বাংলাদেশে সেই সু ব্যবস্থা নেই। তবে, দিনের পর দিন বাংলাদেশ সরকার এই দিকে বিশেষ নজর দিচ্ছে। তাছাড়া Graphic Design এই শিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- (১) একাডেমিক এবং (২) প্রফেশনাল। 

তবে, বাংলাদেশে প্রফেশনাল ডিগ্রী বলে কোনো বিষয় নেই। মোট কথা বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইন শেখার মতো ভালো কোনো শিক্ষা প্রতিস্ঠান নেই। এবং নেই তেমনি দীর্ঘমেয়াদী ট্রেনিং সেন্টার। যেখানে থেকে ভালো মানের Graphic Designer বের হবে। তবে, কিছু কিছু গ্রাফিক্স ডিজাইনের কোচিং সেন্টার রয়েছে কিন্ত সেখানে মুল নিময় জানার মূল্যবোধ করেন না। যার ফলে অনেক ডিজাইনাররা মার্কেটে কাজ না পেয়ে অকালে ঝরে গেছে তাদের কাজের দক্ষতা।

এই সব জায়গায় শেখান কি করলে কি হবে। তাদের কাছ থেকে কাজ শিখে আপনি ভালো মানের কাজ করতে পারবেন না। আর ফ্রিল্যান্সিং মার্কেটেপ্লেসে আপনি কাজ পাবেন না। কারণ সেখানে রয়েছে হাজার হাজার ভালো মানে ডিজাইনার। তাদের সাথে প্রতিযোগিতা করে আপনাকে কাজ করতে হবে এবং কাজ নিতে হবে বায়ার্নদের কাছ থেকে।

আপনাদের জানতে হবে সর্ব প্রথমে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য কি কি জানা প্রয়োজন। আপনাদের মনে রাখতে হবে এক দিনে সব কিছু সম্ভব নয়। কারণ এক জন শিল্পী কয়েক বছর পড়াশোনা করে তার পরে সে পূর্ন ছবি আঁকতে পারে। আর এই লম্বা সময়ে তাকে শেখানো হয় রং কি, রেখা কি এই সকল বিষয়ে। কিভাবে একাধিক রং এর মিশ্রণ করলে বিশেষ রং পাওয়া যাবে। এই বিষয়ে তাকে ধারনা দেওয়া হয়। ডিজিটাল ডিজাইনের ক্ষেএে কারিগরকে অবশ্যয় গুরুত্ব দিতে হবে রং এর দিকে।

তাছাড়া, তাদেরকে বুঝানো হয় কেন ইমেজে কেন টুল ব্যবহার কারতে হবে, কেন ফরমাট ব্যবহার করতে হবে, ডিজাইনের জন্য কি রকমের সাইজ নিতে হবে এই সকর বিষয়ে তাকে দক্ষ করে তুলা হয়। এই বিশেষ বিষয় গুলো অধিঅংশ ডিজাইনারকে শেখানো হয় না। যার ফলে তারা ভালো ডিজাইন করে কিন্ত সেটা বায়ার্নকে পছন্দ হয় না।

কাজেই আমাদের কাছে যখন কেউ প্রশ্ন করে ভাই কিভাবে গ্রাফিক্স ডিজাইনার হবো তখন আমরা তাকে উত্তর দিতে পারি না। আর এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। Graphic Design শেখার জন্য সব চেয়ে ভালো হয় কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা পাওয়া। তাহালে অল্প সময়ে দ্রুত এবং ভালো কাজ শেখা যায়। আর আপনি যদি বই পড়ে শিখতে যান তাহালে আপনিকে অনেক সময় দিতে হবে।

তবে, আপনাদের প্রতিষ্ঠান থেকে শিখার পর ও বই পড়তে হবে। অনেকে মনে করে যে শিখছি যখন তাহালে আবার কেন বই পড়বো। এই রকমের মনোভাব পরিবর্তন করতে হবে। আপনারা পড়ার জন্য ইন্টারনেটে অনেক ব্লগ পেয়ে যাবেন। সেখান থেকে পড়তে পারবেন। আমার এই ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং নিয়ে নিয়মিতভাবে ব্লগ পোষ্ট করা হয়। আপনারা চাইলে নিয়মিত ভিজিট করতে পারেন।