November 2020

11:05 AM

আনারস খাওয়ার পর দুধ পান কিংবা দুধ পানের পর আনারস খাওয়ার প্রস্তাব দিলে কী করবেন? কেউ কেউ সাহস করে কাজটা করে ফেলেন। তবে বেশির ভাগই হয়তো পিঠটান দেন। কারণ, ছেলেবেলা থেকেই তো শুনে আসছি আমরা—আনারসের পর দুধ পানে সাক্ষাৎ মৃত্যু! আনারস আর দুধ একসঙ্গে কিংবা পরপর খেলে সত্যিই কি মানুষ মারা যায়?

দুধকে বলা হয় আদর্শ খাবার। বিশেষজ্ঞদের মতে, দুধই একমাত্র তরলজাতীয় খাবার, যেখানে প্রায় সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান। প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেটের দারুণ এক ‘মিক্সচার’ হলো দুধ। তাই যেকোনো বয়সের মানুষের জন্য দুধ উপকারী।

অন্যদিকে আনারসে ভরপুর ভিটামিন সি। এ ছাড়া ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাসের দারুণ এক উৎস। দেশেই প্রচুর চাষ হয় বলে গ্রাম থেকে শহর—সব জায়গায়ই আনারস সহজলভ্য।

দেখে নিন যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যে বইগুলো অবশ্যই পড়তে হবে। 

তবে এই দুই খাবার একসঙ্গে পাকস্থলিতে গেলে কি রেসলিংয়ের ট্যাগ টিমের মতো যৌথ প্রয়াসে আমাদের নাকাল করতে উদ্যোগী হয়? বিজ্ঞান এ বিষয়ে কী বলে? বারডেমের সাবেক প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার আলো বলেন, ‘দুধ আর আনারস একসঙ্গে খেলে মানুষের মৃত্যু হয়—কথাটির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এটি নিতান্তই প্রচলিত কুসংস্কার।’

যুক্তি হিসেবে তিনি কাস্টার্ডের কথা বললেন। এতে অন্যান্য ফলের সঙ্গে আনারস তো থাকেই, সঙ্গে থাকে দুধ। আবার আইসক্রিম কিংবা মিল্কশেকেও আনারসের সঙ্গে দুধ ব্যবহার করা হয় অহরহ। এসব খাবার খেলে মৃত্যু তো দূরে থাক, ছোটখাটো সমস্যার অভিযোগও কেউ করেছেন বলে শোনা যায় না।

আনারসে প্রচুর ফাইবার বা আঁশ থাকে। এ কারণে আনারস খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। অন্যদিকে অনেকেই দুধ হজম করতে পারেন না। ফলে বদহজম বা পেট খারাপ হয়। দুধে ল্যাকটোজেন নামের একটি উপাদান থাকে। অনেকের পেটে এই ল্যাকটোজেন সহ্য হয় না। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ল্যাকটোজেন অসহনশীলতা বলা হয়।

পিডিএফ ডাউনলোড করুন বিনামূল্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের "ক " ইউনিটের প্রশ্নব্যাংক এবং সমাধান।

অর্থাৎ বোঝা যাচ্ছে, এই সমস্যাগুলোও দুধ আর আনারস একসঙ্গে খাওয়ার জন্য তৈরি হয় না। সমস্যাগুলো দেখা দেয় আমাদের শারীরিক কিছু সমস্যা বা সীমাবদ্ধতার কারণে।

তাহলে মৃত্যুর ভুল ধারণাটি কীভাবে এল? প্রশ্নটির উত্তরে পুষ্টিবিদ আখতারুন নাহার আলো শোনালেন এক লোককাহিনি। আনারস সাধারণত ঝোপঝাড়ের মধ্যেই হয়। আর ঝোপ মানেই সাপের আনাগোনা। প্রচলিত আছে, একবার এক বিষধর সাপ আনারসের ঝোপে ঘাপটি মেরে ছিল। কোনোভাবে সেই সাপ আনারসের গায়ে বিষ ঢেলে দিয়েছিল। এরপর সেই বিষাক্ত আনারস খেয়ে ফেলেন এক ব্যক্তি। এর পরপরই চুমুক দেন দুধের গ্লাসে। ব্যস, খানিক পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ফলে লোকজন ধরে নেয়, আনারসের পর দুধ পান করায় তিনি প্রাণ খুইয়েছেন এবং তারপর থেকেই ছড়িয়ে পড়ে সেই কুসংস্কার—আনারস আর দুধ একসঙ্গে খেয়েছেন তো মরেছেন!

লেখাঃ জাওয়াদুল আলম

1:15 PM

আজ আমরা দেখব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোন বই গুলা পড়তেই হবে। আজকে আমরা মানবিক বিভাগ নিয়ে আলোচনা করব হয়ত পরবর্তীতে অন্যান্য বিভাগ নিয়ে আলোচনা করা হবে।


দেখে নিন যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যে বইগুলো অবশ্যই পড়তে হবে

সামনে এইচ এস সি পরীক্ষা তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি এই ব্যাপারটা তেমনভাবে কারো মাথায় আসছে না। সবাই শর্টকাট সাজেশন নিয়ে ব্যস্ত পরীক্ষা ভাল করার জন্য। কিন্তু তুমি হয়ত কোন না কোন ভাবে এইচএসসি পরীক্ষায় ভাল করলে কিন্তু এরপর ভর্তি পরীক্ষা, তখন কি করবে। তখন তো কোন শর্টকাট সাজেশন কাজে দিবে না। তখন আবার ডিটেইলস পড়তে হবে। তাই এখন থেকে লাইন টু লাইন পড়ার চেষ্টা কর যাতে ভর্তি পরীক্ষায় আগে আবার কষ্ট করে যেন পড়তে না হয়। 

তাই দেখে নিন যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যে বইগুলো অবশ্যই পড়তে হবে

1. উচ্চমাধ্যমিক বাংলা প্রথম পত্র 
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।

2. জয়কলি বাংলা বিচিত্রা
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।

3. নবম-দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র 
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।

4. Competitive Exam
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।

5. Barron’s TOEFL & Cliff’s TOEFL
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।

7. MP3 (বাংলাদেশ+আন্তর্জাতিক)
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক কর।


বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই বইগুলোর কেন বিকল্প নাই। এই বইগুলো পড়ার পর অন্য বইয়ের সাহায্য নিতে পার।
অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই এই কয়েকটা বই পড়লে কি হবে? তাদের প্রতি আমার উত্তর হল তুমি আগে বইগুলা ভালভাবে শেষ কর। তাহলে তুমিই তোমর প্রশ্নের উত্তর পেয়ে যাবে।

তোমাদের প্রতি রইল শুভ কামনা।
লিখেছেন
মাহফুজ মারুফ
সরকার ও রাজনীতি বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

11:36 AM

আপনি যদি ঢাবি খ ইউনিট বা মানবিক বিভাগের ভর্তিচছু হোন তাহলে এই প্রশ্ন ব্যাংকটি আপনার কাজে লাগবে । কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্ততির ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা খুব জরুরী ।

du a unit question solve,ju d unit question solve,du question bank,a unit question bank solution,dhaka university question bank,cu a unit question solve,ju d unit biology question solve,ju a unit chemistry question solve,cho unit,question solution,a unit,university admission test model question,a unit biology question bank solve,chemistry a unit question bank solve,chemistry ka unit question bank solve,du question solve 2020 a unit,a unit chemistry question solve,ju d unit question solve,ঢাকা বিশ্ববিদ্যালয়,ju d unit,du question bank,a unit question bank solution,ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট,ঢাকা বিশ্ববিদ্যালয়,ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক,dhaka university question bank,du b unit question,du a unit chemistry question bank solve,বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি,a unit question solve,cu a unit question solve,du a unit question solve,ju a unit question solve,d unit question solution,du b unit question pattern

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্নব্যাংক

আর কয়েক মাস বাকি তারপর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা । যাদের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার তাদের চোখ ঘুম নেই । কিভাবে প্রস্তুতি নিব কোন বই পড়ব কমন পড়বে কিনা এসব প্রশ্ন তো সবসময় মাথায় ঘুরছেই। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্ততির ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রম্ন গুলো অ্যানালাইসিস করা ফরজ । কারন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে অথচ সেটার প্রশ্ন কেমন হয় সেটা জানলে না বা বিগত বছরের প্রশ্নগুলো বিচার বিশ্লেষন করলে না তবে তো তোমার ভর্তি প্রস্তুতি বিফলে যাবে । কারন মানবিক ইউনিটে বেসিক গণিত যা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে । এখন তুমি যদি বিগত বছরের প্রশ্ন গুলো না দেখ তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে গণিত নিয়ে সময় নষ্ট করবে । এত কথা বলা শুধু, বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নের গুরুত্বটা বুঝানোর জন্য ।

তাই Dhaka University DU B unit Question Bank PDF with Solution. ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্নব্যাংক এর পিডিএফ ভার্সনটি আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে । 

বিগত দশ বছরের ঢাবি খ ইউনিট এর  প্রশ্ন ও সমাধান

⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০০৭-২০০৮

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০০৮-২০০৯

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০০৯-২০১০

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১০-২০১১

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১১-২০১২

পিডিএফ ডাউনলোড করুন বিনামূল্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের "ক " ইউনিটের প্রশ্নব্যাংক এবং সমাধান।

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১২-২০১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১৩-২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১৪-২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১৫-২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১৬-২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১৭-২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১৯-২০

1:59 PM

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্ততির ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা খুব জরুরী । 


কারন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে অথচ সেটার প্রশ্ন কেমন হয় সেটা জানলে না বা বিগত বছরের প্রশ্নগুলো বিচার বিশ্লেষন করলে না তবে তো তোমার ভর্তি প্রস্তুতি বিফলে যাবে । তাই Dhaka University A Unit Question Bank An Solution PDF. ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট প্রশ্ন ব্যাংকের সমাধান এর পিডিএফ ভার্সনটি আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে । আপনি যদি বিশ্বাবদ্যালয় ভর্তিচ্ছু হয়ে থাকেন তবে ঢাাবি ক ইউনিট প্রশ্ন ব্যাংক এবং সমাধানটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন । 


কারন মানবিক ইউনিটে বেসিক গণিত যা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে । এখন তুমি যদি বিগত বছরের প্রশ্ন গুলো না দেখ তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে গণিত নিয়ে সময় নষ্ট করবে । এত কথা বলা শুধু, বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নের গুরুত্বটা বুঝানোর জন্য।

DU A Unit Question Bank With Solution 


আজকাল এমন অনেক শিক্ষার্থী আছে যারা কিনা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বইয়ের কোন অভাব আবার এমনও অনেক শিক্ষার্থ আছে যাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অদম্য ইচ্ছাশক্তি আছে কিন্তু বই কেনার সামর্থ্য নেই । আর বাস্তব চিত্র হল যাদের পড়ার মত বই থাকে না বিশ্ববিদ্যালয় ভর্তি প্রতিযোগিতায় টিকে থাকে। আর তাদের মত অদম্য মেধাবীদের জন্য আমরা তৈরী করছি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক । আজকে থাকছে ঢাবি ক ইউনিট প্রশ্ন ব্যাংক Dhaka University A Unit Question Bank PDF 


কঠিন প্রশ্নের ব্যাখ্যা
ডাউনলোড ঢাবি ক ইউনিট প্রশ্ন ব্যাংক পিডিএফ সমাধানসহ
আপনি যদি শুধুমাত্র ২০১৯-২০ সালের ঢাবি ক ইউনিট এর প্রশ্ন সমাধানটি পেতে চান তবে নিচের ডাউনলোড  লিংকে ক্লিক করুন

২০১৯-২০ সালের ঢাবি ক ইউনিট এর প্রশ্ন সমাধান
⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩


বিগত দশ বছরের ঢাবি ক ইউনিট এর  প্রশ্ন ও সমাধান
⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩

11:48 AM

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যারা এ বছর বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের এ পোষ্টটি হবে অত্যন্ত কার্যকরী।


কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন ব্যাংক । ঢাবি গ ইউনিট প্রশ্ন ব্যাংক পিডিএফ  (”DU C Unit Question Bank PDF”) টি আপনাদের জন্য প্রস্তুত করেছি যা থেকে সহজেই আপনারা ঢাবি গ ইউনিট প্রশ্ন ব্যাংক ডাউনলোড করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন ব্যাংক পিডিএফ ভার্সনটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই ফলপ্রসু হবে।

গত ১০ বছরের বিনামূল্যে বুয়েট প্রশ্ন ব্যাংক পিডিএফ ডাউনলোড করুন । Over the last 10 years, free download BUET Question Bank PDF

এখান থেকে আপনারা “Dhaka University C unit Question Bank PDF” বিগত দশ বছরের প্রশ্ন পাবেন আর প্রশ্নগুলো দেখে আপনার প্রশ্ন সম্পর্কে একটি ভাল ধারণা হবে ও সাথে সাথে প্রশ্নের সিলেবাস সম্পর্কেও একটি ভাল ধারণা হবে। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে বাণিজ্য রিলেটেট প্রশ্নগুলো এইচএসসির মেইন বই থেকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয় মূল বিষয় ঠিক রেখে।তাই যারা মেইন বই ভাল করে পড়েছেন তারাই ভর্তি পরীক্ষায় ভাল ফলাফল করার সম্ভবনা বেশি।বাণিজ্য বিভাগে এ বছর ভর্তিচ্ছুদের বলতে চাই ভর্তি পরীক্ষায় ভাল করতে বিভিন্ন প্রস্তুতি গাইড ফলো করার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন ব্যাংক পিডিএফ ফাইলটিও দেখে নিন কেননা এখান থেকে ভর্তি পরীক্ষায় প্রায় প্রশ্নই কমন পাবেন।

জেনে নিন পদার্থবিজ্ঞানে ১০০% ৫ টা সৃজনশীল কমন পাওয়ার জন্য পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্রের যে অধ্যায়গুলো পড়তে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের "গ " ইউনিটের প্রশ্নব্যাংক

DU C Unit Question Bank 2010-11

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

DU C Unit Question Bank 2011-12

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

DU C Unit Question Bank 2012-13

👇👇👇👇👇👇👇

>>Click Here<<



DU C Unit Question Bank 2013-14

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

DU C Unit Question Bank 2014-15

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

DU C Unit Question Bank 2015-16

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

DU C Unit Question Bank 2016-17

👇👇👇👇👇👇👇

>>Click Here<<


জেনে নিন পদার্থবিজ্ঞানে ১০০% ৫ টা সৃজনশীল কমন পাওয়ার জন্য পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্রের যে অধ্যায়গুলো পড়তে হবে।


DU C Unit Question Bank 2017-18

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

DU C Unit Question Bank 2018-19

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

DU C Unit Question Bank 2019-20

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

7:32 PM

Bangladesh University of Engineering - BUET Question Bank PDF (BUET Question Bank PDF). Questions from the last 10 years have been added to the question bank. So download BUET Question Bank without delay.

বুয়েট প্রশ্নব্যাংক পিডিএফ ডাউনলোড । BUET Question Bank PDF, বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন,বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান, Joykoli BUET Question Bank PDF,BUET Admission Question Bank Solution Pdf Download, জয়কলি বুয়েট প্রশ্ন ব্যাংক, Full BUET Question Bank PDF, বুয়েট প্রশ্ন ২০20, 2019,উদ্ভাস বুয়েট প্রশ্নব্যাংক PDF,বুয়েট প্রশ্নব্যাংক পিডিএফ,Buet Question Bank Pdf Download,Joykoli BUET Question Bank PDF download, বুয়েট পদার্থবিজ্ঞান pdf

BUET Question Bank PDF Download

BUET admission test is conducted based on the syllabus of Physics, Chemistry and Advanced Mathematics. So you have to have basic knowledge about these three things as well as practice more and more to gain agility. Without speed, it will not be possible to answer all the questions in the BUET admission test as there is very little time to solve each question.

জেনে নিন পদার্থবিজ্ঞানে ১০০% ৫ টা সৃজনশীল কমন পাওয়ার জন্য পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্রের যে অধ্যায়গুলো পড়তে হবে

If you want to do well in the admission test, you should concentrate on your studies from the beginning of HSC. Because you have to take the BUET admission test based on the marks of the higher secondary examination. So your goal here should be to raise good marks. If you are not ready from the beginning, there will be chaos at the end.

To understand exactly what the BUET exam questions look like, you need to look at last year's questions. Last year's questions will guide you in the right direction.

BUET Question Bank PDF Download

BUET Admission Question 2008

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

BUET Admission Question 2009

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

BUET Admission Question 2010

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

BUET Admission Question 2011

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

BUET Admission Question 2012

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

BUET Admission Question 2013

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

BUET Admission Question 2014

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

BUET Admission Question 2016

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

BUET Admission Question 2017

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

BUET Admission Question 2018

👇👇👇👇👇👇👇

>>Click Here<<

8:15 AM

জেনে নিন পদার্থবিজ্ঞানে ১০০% ৫ টা সৃজনশীল কমন পাওয়ার জন্য পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্রের যে অধ্যায়গুলো পড়তে হবে।

প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের হাতে সময় আছে আর মাত্র কয়েকদিন।এই অল্প সময়ের ভিতর তোমার পড়ালেখাটাকে গুছিয়ে আনতে হবে। আর তার জন্য তোমাদের জন্য নিয়ে আসলাম পদার্থবিজ্ঞান ১ম এবং ২য় পত্রের শর্টকাট সাজেশন।এখানে আজ বর্ণনা করব কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ।অর্থাৎ ৫টা সৃজনশীল কমন পাওয়া যাবে এমন অধ্যায়গুলো নিয়ে।

পদার্থবিজ্ঞান ২য় পত্র সাজেশন
পদার্থবিজ্ঞান 2য় পত্রের যেসব অধ্যায়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ:

১ম(***),২য়,৩য়,৬ষ্ঠ,৭ম,৮ম(***),৯ম(***)

➤১ম অধ্যায়- (তাপ ও গতিবিদ্যা )
  • তাপ
  • তাপের বিভিন্ন সূত্র সমূহ (Q=ms∆H, Q=mlf,Q=mlv)
  • তাপমাত্রা
  • তাপমাত্রার বিভিন্ন স্কেল
  • সিস্টেম
  • তাপগতি বিদ্যার সূত্র
  • তাপগতীয় প্রক্রিয়া
  • এন্ট্রপি
  • রুদ্ধতাপীয় লেখ এবং সমোষ্ণ লেখ ।
  • কর্মদক্ষতা নিয়ে গাণিতিক সমস্যা
  • এন্ট্রপি নিয়ে সমস্যা ।

➤২য় অধ্যায়- (স্থির তড়িৎ )
  • কুলম্বের সূত্র
  • তড়িৎ ক্ষেত্র
  • তড়িৎ বল
  • তড়িৎ প্রাবাল্য
  • তড়িৎ বিভব
  • ধারক
  • পরিবাহী
  • অপরিবাহী
  • অর্ধপরিবাহী ।
  • কুলম্বের সূত্র(নিউটনের মহাকর্ষ সূত্র) থেকে
  • গানিতিক সমস্যা গুলো
  • ধারকের সমাবেশ থেকে সমস্যা
  • কোন বিন্দুতে বিভব নির্ণয়
➤৩য় অধ্যায়-(গতিবিদ্যা )
  • রোধ
  • রোধের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব
  • জুলের সূত্র সমূহ
  • তড়িৎ চালক শক্তি
  • কোষের সমন্বয়
  • কারশফের সূত্র
  • হুইটস্টোন ব্রিজ
  • তাপ
  • তাপমাত্রা
  • তড়িৎ প্রবাহ
  • বিভব থেকে সমস্যা
  • হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করে সমস্যা গুলো
  • রোধের বিভিন্ন সমাবেশ নিয়ে সমস্যা ।
➤ ৬ষ্ঠ অধ্যায়-(জ্যামিতিক আলোক বিজ্ঞান )
  • ফার্মাটের নীতি
  • প্রতিফলন
  • প্রতিসরণ
  • লেন্স
  • লেন্স তৈরির সমীকরণ
  • জটিল অনুবিক্ষন যন্ত্র
  • প্রিজম কোন
  • ফোকাস দূরত্ব নির্ণয়
  • প্রতিসরনাঙ্ক নির্ণয়
  • বিবরধন নির্ণয়
  • ন্যূনতম বিচ্যুতি কোন নির্ণয়
  • হাইগেন্সের নীতি
  • ব্যতিচার
  • সমবর্তন
  • অপবর্তন
  • চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয়
  • ডোরা ব্যবধান
  • ডোরা প্রস্থ নির্ণয়
➤৮ম অধ্যায়-(আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা )
  • জড় ও অজড় প্রসঙ্গ কাঠামো,
  • আইনস্টাইনের আপেক্ষিকতার সার্বিক ও বিশেষ তথ্য সম্পর্কে পুরোপুরি ধারণা রাখতে হবে
  • মৌলিক বল্গুলো কি কি,তাদের মধ্যে তুলনা।
  • আইনস্টাইনের সূত্রের ম্যাথ গুলো
  • মহাকাশে সময় ও বেগের হিসাব নিকাশ
➤ ৯ম অধ্যায়-(পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান )
  • আলফা
  • বিটা ও গামা কণা
  • অর্ধ জীবন
  • বন্ধন শক্তি
  • নিউক্লিয়ার বিক্রিয়া
  • ইলেক্ট্রনের শক্তি
  • কম্পাংক
  • তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কীয় সমস্যা
  • তেজস্ক্রিয় পদার্থের অবশিষ্ঠাংশ
  • গড় জীবন ও অর্ধজীবন নির্ণয়
➤ ১০ম অধ্যায়-(সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স )
  • ব্রান্ড তত্ত্ব
  • শক্তি স্তর
  • জাংশন ও ডায়োড
  • ট্রানজিস্টার
  • প্রবাহ বিবর্ধন গুণক ও প্রবাহ লাভ থেকে ম্যাথ
  • সংখ্যা পদ্ধতির পারস্পারিক রূপান্তর।

পদার্থবিজ্ঞান ১ম পত্র সাজেশন

পদার্থবিজ্ঞান ১ম পত্রের যেসব অধ্যায়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ:

২য়(***), ৪র্থ,৬ষ্ঠ,৭ম(***),৯ম,১০ম(***) অধ্যায়

য় অধ্যায়-ভেক্টরঃ

  • ডট গুণ, ক্রস গুণ
  • ‎একক ভেক্টর নির্ণয়
  • ‎সামান্তরিকেরর ক্ষেত্রফল নির্ণয়
  • ‎নৌকা ও স্রোতের অঙ্ক
  • ‎সাইকেল ওবৃষ্টির অঙ্ক, গাড়ি ও বৃষ্টির অঙ্ক
  • ভেজা না ভেজা ক্ষেত্রে কি ঘটে।
  • ‎কার্ল ও ডাইভার্জেন্স নির্ণয়

৪র্থ অধ্যায়-নিউটনিয়ান বলবিদ্যাঃ
  • অবজেক্টিভের জন্য – চার প্রকার মৌলিক বল সম্পর্কিত যাবতীয় তথ্য
  • ভ্রামক (আয়তকার, গোলকার, বৃত্তাকার, দন্ডাকার)
  • কৌনিক বল ও কৌনিক গতি বিষয়ক অঙ্ক
  • কৌনিক ভরবেগের নিত্যতা
  • ব্যাঙ্কিং
  • স্থিতিস্থাপক সংঘর্ষ
  • অস্থিতিস্থাপক সংঘর্ষ
৬ষ্ঠ অধ্যায়-মহাকর্ষ ও অভিকর্ষ
  • কেপলারের তিনটি সূত্র
  • বিভিন্ন স্থানে g এর মান
  • অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে উচ্চতার ক্রিয়া
  • অক্ষাংশের ক্রিয়া
  • পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া
  • অভিকর্ষজ ত্বরণের লেখ
  • মুক্তি বেগ ***
  • কৃত্তিম উপগ্রহের পর্যায় কাল,উচ্চতা, কৃত্তিম উপগ্রহের অভ্যান্তরে ওজনহীনতার কারণ
৭ম অধ্যায়-পদার্থের গাঠনিক ধর্ম
  • ইয়াং গুণাঙ্ক
  • কৃন্তন গুণাঙ্ক
  • আয়তন গুণাঙ্ক
  • অবজেকক্টিভের জন্য বিভিন্ন পদার্থের ইয়াং, কৃন্তন ও আয়তন গুণাঙ্ক
  • পয়সনের অনুপাত
  • পৃষ্টটানের অঙ্ক
৯ম অধ্যায়-তরঙ্গ
  • অগ্রগামী তরঙ্গের ফাংশন দিয়ে যত অঙ্ক আছে
  • বিটের সাহায্যে দুইটি সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয়
  • টানা তারের আড় কম্পন বিষয়ক অঙ্ক
  • শব্দের তীব্রতা লেভেল সম্পর্কিত যাবতীয় অঙ্ক
  • ★১০ম অধ্যায়-অাদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
  • বয়েল ও চার্লসের সূত্র এবং এদের লেখচিত্র
  • মূল গড় বর্গবেগ বিষয়ক অঙ্ক
  • স্বাধীনতার মাত্রা
  • অাপেক্ষিক আদ্রতা
  • গ্লেইসারের উৎপাদক ব্যাবহার করে শিশিরাঙ্ক নির্ণয় করে আপেক্ষিক আদ্রতা নির্ণয়ের অঙ্ক
  • বুদবুদের সাহায্যে হৃদের গভীরতা নির্ণয়

পদার্থবিজ্ঞান ১ম & ২য় পত্রের উপরের অধ্যায়গুলো পড়লে ইনশাআল্লাহ ৫টা সৃজনশীল কমন পড়বে।


Md Mominur Rahman {Sumon}
Department of Computer Science and Engineering(CSE)
University of Rajshahi - রাজশাহী বিশ্ববিদ্যালয়


Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget