জেনে নিন পদার্থবিজ্ঞানে ১০০% ৫ টা সৃজনশীল কমন পাওয়ার জন্য পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্রের যে অধ্যায়গুলো পড়তে হবে।

পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্রের যে অধ্যায়গুলো পড়লে ৫টা সৃজনশীল কমন পড়বে,

জেনে নিন পদার্থবিজ্ঞানে ১০০% ৫ টা সৃজনশীল কমন পাওয়ার জন্য পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্রের যে অধ্যায়গুলো পড়তে হবে।

প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের হাতে সময় আছে আর মাত্র কয়েকদিন।এই অল্প সময়ের ভিতর তোমার পড়ালেখাটাকে গুছিয়ে আনতে হবে। আর তার জন্য তোমাদের জন্য নিয়ে আসলাম পদার্থবিজ্ঞান ১ম এবং ২য় পত্রের শর্টকাট সাজেশন।এখানে আজ বর্ণনা করব কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ।অর্থাৎ ৫টা সৃজনশীল কমন পাওয়া যাবে এমন অধ্যায়গুলো নিয়ে।

পদার্থবিজ্ঞান ২য় পত্র সাজেশন
পদার্থবিজ্ঞান 2য় পত্রের যেসব অধ্যায়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ:

১ম(***),২য়,৩য়,৬ষ্ঠ,৭ম,৮ম(***),৯ম(***)

➤১ম অধ্যায়- (তাপ ও গতিবিদ্যা )
  • তাপ
  • তাপের বিভিন্ন সূত্র সমূহ (Q=ms∆H, Q=mlf,Q=mlv)
  • তাপমাত্রা
  • তাপমাত্রার বিভিন্ন স্কেল
  • সিস্টেম
  • তাপগতি বিদ্যার সূত্র
  • তাপগতীয় প্রক্রিয়া
  • এন্ট্রপি
  • রুদ্ধতাপীয় লেখ এবং সমোষ্ণ লেখ ।
  • কর্মদক্ষতা নিয়ে গাণিতিক সমস্যা
  • এন্ট্রপি নিয়ে সমস্যা ।

➤২য় অধ্যায়- (স্থির তড়িৎ )
  • কুলম্বের সূত্র
  • তড়িৎ ক্ষেত্র
  • তড়িৎ বল
  • তড়িৎ প্রাবাল্য
  • তড়িৎ বিভব
  • ধারক
  • পরিবাহী
  • অপরিবাহী
  • অর্ধপরিবাহী ।
  • কুলম্বের সূত্র(নিউটনের মহাকর্ষ সূত্র) থেকে
  • গানিতিক সমস্যা গুলো
  • ধারকের সমাবেশ থেকে সমস্যা
  • কোন বিন্দুতে বিভব নির্ণয়
➤৩য় অধ্যায়-(গতিবিদ্যা )
  • রোধ
  • রোধের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব
  • জুলের সূত্র সমূহ
  • তড়িৎ চালক শক্তি
  • কোষের সমন্বয়
  • কারশফের সূত্র
  • হুইটস্টোন ব্রিজ
  • তাপ
  • তাপমাত্রা
  • তড়িৎ প্রবাহ
  • বিভব থেকে সমস্যা
  • হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করে সমস্যা গুলো
  • রোধের বিভিন্ন সমাবেশ নিয়ে সমস্যা ।
➤ ৬ষ্ঠ অধ্যায়-(জ্যামিতিক আলোক বিজ্ঞান )
  • ফার্মাটের নীতি
  • প্রতিফলন
  • প্রতিসরণ
  • লেন্স
  • লেন্স তৈরির সমীকরণ
  • জটিল অনুবিক্ষন যন্ত্র
  • প্রিজম কোন
  • ফোকাস দূরত্ব নির্ণয়
  • প্রতিসরনাঙ্ক নির্ণয়
  • বিবরধন নির্ণয়
  • ন্যূনতম বিচ্যুতি কোন নির্ণয়
  • হাইগেন্সের নীতি
  • ব্যতিচার
  • সমবর্তন
  • অপবর্তন
  • চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয়
  • ডোরা ব্যবধান
  • ডোরা প্রস্থ নির্ণয়
➤৮ম অধ্যায়-(আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা )
  • জড় ও অজড় প্রসঙ্গ কাঠামো,
  • আইনস্টাইনের আপেক্ষিকতার সার্বিক ও বিশেষ তথ্য সম্পর্কে পুরোপুরি ধারণা রাখতে হবে
  • মৌলিক বল্গুলো কি কি,তাদের মধ্যে তুলনা।
  • আইনস্টাইনের সূত্রের ম্যাথ গুলো
  • মহাকাশে সময় ও বেগের হিসাব নিকাশ
➤ ৯ম অধ্যায়-(পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান )
  • আলফা
  • বিটা ও গামা কণা
  • অর্ধ জীবন
  • বন্ধন শক্তি
  • নিউক্লিয়ার বিক্রিয়া
  • ইলেক্ট্রনের শক্তি
  • কম্পাংক
  • তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কীয় সমস্যা
  • তেজস্ক্রিয় পদার্থের অবশিষ্ঠাংশ
  • গড় জীবন ও অর্ধজীবন নির্ণয়
➤ ১০ম অধ্যায়-(সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স )
  • ব্রান্ড তত্ত্ব
  • শক্তি স্তর
  • জাংশন ও ডায়োড
  • ট্রানজিস্টার
  • প্রবাহ বিবর্ধন গুণক ও প্রবাহ লাভ থেকে ম্যাথ
  • সংখ্যা পদ্ধতির পারস্পারিক রূপান্তর।

পদার্থবিজ্ঞান ১ম পত্র সাজেশন

পদার্থবিজ্ঞান ১ম পত্রের যেসব অধ্যায়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ:

২য়(***), ৪র্থ,৬ষ্ঠ,৭ম(***),৯ম,১০ম(***) অধ্যায়

য় অধ্যায়-ভেক্টরঃ

  • ডট গুণ, ক্রস গুণ
  • ‎একক ভেক্টর নির্ণয়
  • ‎সামান্তরিকেরর ক্ষেত্রফল নির্ণয়
  • ‎নৌকা ও স্রোতের অঙ্ক
  • ‎সাইকেল ওবৃষ্টির অঙ্ক, গাড়ি ও বৃষ্টির অঙ্ক
  • ভেজা না ভেজা ক্ষেত্রে কি ঘটে।
  • ‎কার্ল ও ডাইভার্জেন্স নির্ণয়

৪র্থ অধ্যায়-নিউটনিয়ান বলবিদ্যাঃ
  • অবজেক্টিভের জন্য – চার প্রকার মৌলিক বল সম্পর্কিত যাবতীয় তথ্য
  • ভ্রামক (আয়তকার, গোলকার, বৃত্তাকার, দন্ডাকার)
  • কৌনিক বল ও কৌনিক গতি বিষয়ক অঙ্ক
  • কৌনিক ভরবেগের নিত্যতা
  • ব্যাঙ্কিং
  • স্থিতিস্থাপক সংঘর্ষ
  • অস্থিতিস্থাপক সংঘর্ষ
৬ষ্ঠ অধ্যায়-মহাকর্ষ ও অভিকর্ষ
  • কেপলারের তিনটি সূত্র
  • বিভিন্ন স্থানে g এর মান
  • অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে উচ্চতার ক্রিয়া
  • অক্ষাংশের ক্রিয়া
  • পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া
  • অভিকর্ষজ ত্বরণের লেখ
  • মুক্তি বেগ ***
  • কৃত্তিম উপগ্রহের পর্যায় কাল,উচ্চতা, কৃত্তিম উপগ্রহের অভ্যান্তরে ওজনহীনতার কারণ
৭ম অধ্যায়-পদার্থের গাঠনিক ধর্ম
  • ইয়াং গুণাঙ্ক
  • কৃন্তন গুণাঙ্ক
  • আয়তন গুণাঙ্ক
  • অবজেকক্টিভের জন্য বিভিন্ন পদার্থের ইয়াং, কৃন্তন ও আয়তন গুণাঙ্ক
  • পয়সনের অনুপাত
  • পৃষ্টটানের অঙ্ক
৯ম অধ্যায়-তরঙ্গ
  • অগ্রগামী তরঙ্গের ফাংশন দিয়ে যত অঙ্ক আছে
  • বিটের সাহায্যে দুইটি সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয়
  • টানা তারের আড় কম্পন বিষয়ক অঙ্ক
  • শব্দের তীব্রতা লেভেল সম্পর্কিত যাবতীয় অঙ্ক
  • ★১০ম অধ্যায়-অাদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
  • বয়েল ও চার্লসের সূত্র এবং এদের লেখচিত্র
  • মূল গড় বর্গবেগ বিষয়ক অঙ্ক
  • স্বাধীনতার মাত্রা
  • অাপেক্ষিক আদ্রতা
  • গ্লেইসারের উৎপাদক ব্যাবহার করে শিশিরাঙ্ক নির্ণয় করে আপেক্ষিক আদ্রতা নির্ণয়ের অঙ্ক
  • বুদবুদের সাহায্যে হৃদের গভীরতা নির্ণয়

পদার্থবিজ্ঞান ১ম & ২য় পত্রের উপরের অধ্যায়গুলো পড়লে ইনশাআল্লাহ ৫টা সৃজনশীল কমন পড়বে।


Md Mominur Rahman {Sumon}
Department of Computer Science and Engineering(CSE)
University of Rajshahi - রাজশাহী বিশ্ববিদ্যালয়


8:15 AM
Labels:

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget