মেয়েরা কেন টাইট কাপড় পরে

টাইট কাপড় বরং মেয়েদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ার পরেও শারীরিকভাবে এটিকে সৌন্দর্য করে তুলে ধরা হয়েছে বলেই মেয়েদের কাছে মনে হয় এটি সুন্দর ।

মেয়েরা কেন টাইট কাপড় পরে 

ডা. অপূর্ব চৌধুরী 


মেয়েরা টাইট কাপড় পরে কেন ।  কারণ, আরো সেক্সি, হট এবং আকর্ষণীয় লাগতে । শরীরের কার্ভ গুলো বেরিয়ে অন্যের চোখ টানতে, অথচ তার শরীরে সেটা যতই অস্বস্তি লাগুক । এটি কোনো প্রয়োজনে পরে না । এটি সৌন্দর্য নয় । বরং এটিকে ফ্যাশন ইন্ডাস্ট্রি সুন্দর বলে প্রচার করেছে তাদের বিক্রির ধান্দায় ।  অথচ টাইট কাপড় শরীরের জন্যে ক্ষতিকর । টাইট কাপড় শরীরের সবচেয়ে বড় সিস্টেম স্কিন থেকে ফুসফুস, এমনকি হার্ট থেকে ভাসকুলার সার্কুলেশন, নার্ভ থেকে সেন্সরি ফিলিংস, অনেক কিছুরই হেলথ ডেমেজ করে । 

সারাদিন একটি টাইট ব্রা পরে থাকলে, ভুল সাইজের ব্রা পরে থাকলে পিঠে-ঘাড়ে যে পরদিন কিংবা দিন শেষে ব্যাথা করে, হয়তো ব্যাপারটি অনেক মেয়েই জানে না । 

একটি টাইট কাপড় শরীরের স্বাভাবিক নিঃশ্বাস কেও পর্যন্ত বাধা দেয় । মাসল গুলোকে পেইনফুল করে তুলে, রেস্ট্রিকটেড করে বডি মুভমেন্ট । তালিকা দীর্ঘ না করি ।  দীর্ঘ সময় টাইট জিনস যে শরীরের ব্লাড সার্কুলেশন জন্যে ক্ষতিকর, নার্ভ ডেমেজ করে, পিনস এন্ড নিডলস সেনসেশন তৈরি করে, মেয়েরা হয়তো জানেই না এসব । 

মেয়েদের শরীরের সাথে কাপড়টি লেগে থাকলে যে সুন্দর লাগে এটি সুন্দরের কোন সংজ্ঞা নয় । এটিকে তৈরি করা হয়েছে । মেনুফাকচর্ড বিউটি । অথচ বিউটি হবার কথা ছিলো যার যার নিজস্বতার চোখ । বিউটি হয়ে গেলো সবার জন্যে ফ্যাক্টরি মেকিং একই অ্যান্টিবায়োটিক । 

টাইট কাপড় বরং মেয়েদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ার পরেও শারীরিকভাবে এটিকে সৌন্দর্য করে তুলে ধরা হয়েছে বলেই মেয়েদের কাছে মনে হয় এটি সুন্দর । 

যেমন ধরুন পেন্সিল হিল মেয়েদের পায়ের জন্য খুব ডেঞ্জারাস এবং ক্ষতিকর, তারপরও এটিকে বিউটি করে তোলা হয়েছে । মেয়েদের শুকনা বা জিরো ফিগার মেয়েদের জন্য সবচেয়ে ক্ষতিকর, তারপরেও ভালো স্বাস্থ্যের চেয়ে মেয়েরা শুকনা হতে চায় সুন্দর লাগতে, যে সুন্দরের ডেফিনেশন সে তৈরি করে নি, বরং বিজনেস এবং মার্কেট তাকে বাধ্য করছে তাদের তৈরি সৌন্দর্য্য কিনতে । হবার কথা ছিলো - beauty is in the eye of the beholder । 

এখন অনেক মেয়ে বুঝতে পারছে যে এরকম শুকনো পাটকাঠি প্রেজেন্টেশন হলো মিডিয়ার একটা প্রচারণা, সৌন্দর্যকে তাদের মত করে ভাবতে বাধ্য করা । 

দৈনন্দিন জীবনে এরকম অনেক কিছু অসংগতি আছে যা সহজ ভাষায় হয়তো চোখে পড়ে না, নারীরাও অসংখ্য অপ্রয়োজনীয় বিষয়ে মনোযোগ দেয়, যেখানে শরীর স্বাস্থ্য ভালো থাকা এরকম অনেক কিছু প্রয়োজনীয় বিষয় আড়ালে পড়ে থাকে ।

Opurbo Chowdhury 

© অপূর্ব চৌধুরী । চিকিৎসক, কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক । জন্ম বাংলাদেশ, বসবাস ইংল্যান্ড । গ্রন্থ ৮ । উল্লেখযোগ্য বই : অনুকথা, জীবন গদ্য, ভাইরাস ও শরীর ।

7:53 PM
Labels:

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget