May 2023

2:00 PM

ফুল-ফ্রি স্কলারশিপে ৮টি সাবজেক্টে পড়ার সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ডের ২১টি বিশ্ববিদ্যালয় ও সঙ্গে থাকছে ২১ লাখ টাকার শিক্ষাবৃত্তি।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড সরকার।“পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে সেপ্টেম্বর ২০২৩ এ এবং আবেদনের শেষ হবে অক্টোবর ২০২৩। 

ইউরোপের অন্যতম ধনী দেশ আয়ারল্যান্ড। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য দেশটি খুবই জনপ্রিয়। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ৩ শতাংশই রয়েছে দেশটিতে।  বর্তমানে অনেক শিক্ষার্থী এখন পাড়ি জমাচ্ছেন আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড দেশটির অফিসিয়াল নাম “রিপাবলিক অফ আয়ারল্যান্ড” আর অফিসিয়াল ভাষা আইরিশ ও ইংরেজি। 

সুযোগ-সুবিধা
  • টিউশন ফি মওকুফ। 
  • শিক্ষার্থীরা বছরে হাতখরচ বাবদ ১৮ হাজার ৫০০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ২১ লক্ষ টাকা) পাবেন।
  • ৩ হাজার ২৫০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা) গবেষণা খরচ প্রদান করে থাকে।
  • কন্ট্রিবিউশন ফি ৫ হাজার ৭৫০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৭  লক্ষ টাকা) পর্যন্ত দেওয়া হয়ে। 
প্রয়োজনীয় নথিপত্র
  • পাসপোর্টের কপি ।
  • সার্টিফিকেট।
  • রেকমেন্ডেশন লেটার ।
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট ।
  • রিসার্চ প্রপোজাল ।
  • সুপারভাইজার ফরম ।
  • স্টেটমেন্ট অব পারপাস ।

যেসব বিষয় অধ্যয়ন করা যাবে
  • ইঞ্জিনিয়ারিং।
  • হিউম্যানিটিজ ও আর্টস বিজনেস ।
  • আইন । 
  • ন্যাচারাল সায়েন্স ।
  • হেলথ সায়েন্স ।
  • জেনারেল সায়েন্স । 
  • সোশ্যাল সায়েন্স। 
যেসব বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে
  • ট্রিনিটি কলেজ ।
  • আটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ।
  • ডাবলিন সিটি ইউনিভার্সিটি ।
  • ডুনডাক ইনস্টিটিউট অব টেকনোলজি ।
  • ম্যারি ইমাকুলেট কলেজ ।
  • ডাবলিন ডেন্টাল হসপিটাল ।
  • কোলাইস্ট মুইরে মারিনো ।
  • মাইনথ ইউনিভার্সিটি ।
  • মুনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ।
  • ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইন ।
  • ন্যাশনাল কলেজ অব আয়ারল্যান্ড ।
  • ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড ।
  • আরসিএসআই ইউনিভার্সিটি অব মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্স ।
  • রয়েল আইরিশ একাডেমী ।
  • রয়েল আইরিশ একাডেমী অব মিউজিক ।
  • সাউথ ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ।
  • টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অব দ্য শেনন
  • ইউনিভার্সিটি অব কর্ক ।
  • ইউনিভার্সিটি অব লিমার্ক ।
  • ডুন লাওহের ইনস্টিটিউট অব আর্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি ।
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। সব ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করে আপলোড করতে হবে। সাবমিট করা কাগজপত্রের ভাষা ইংরেজি অথবা আইরিশ হতে হবে। 

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন  https://research.ie/funding/goipg/


5:46 PM

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ ও সঙ্গে থাকছে ১৩ লাখ টাকা উপবৃত্তি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়। “স্ট্যাম্প স্কলারশিপ“ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর ২০২৩

মায়ামি বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি উচ্চমানের পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ১৮০৯ সালে প্রতিষ্ঠিত হয়।লিবারেল আর্টস এবং বিজ্ঞান তার শক্তি জন্য মিয়ামি বিশ্ববিদ্যালয় মর্যাদাপূর্ণ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গোছানো অঙ্গরাজ্য ফ্লোরিডা। শিক্ষার দিক থেকেও অনেক এগিয়ে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অনেক পরিচিত মুখ এ রাজ্যের বাসিন্দা। আর এই রাজ্যের পর্যটন শহর মায়ামি সারা পৃথিবীতেই বিখ্যাত। এই খ্যাতির রয়েছে আরও কিছু কারণ। বিশ্বব্যাপী অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ফ্যাশন, গণমাধ্যম, বিনোদন ও শিল্পের উল্লেখযোগ্য প্রভাব থাকার কারণে মায়ামিকে পৃথিবীর অন্যতম প্রধান শহর বিবেচনা করা হয়।

সুবিধাসমূহ:

  • * সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
  • * আবাসন খরচ প্রদান করবে।
  • * ল্যাপটপ প্রদান করবে ।
  • * ১২ হাজার ডলারের একটি উপবৃত্তি (বাংলাদেশী টাকায় প্রায় ১৩ লক্ষ টাকা) প্রদান করবে।
  • * স্বাস্থ্যবীমা প্রদান করবে।
  • * শিক্ষার্থীরা গবেষণা সহ অন্যান্য ক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের ভাতা পাবেন।
  • স্কলারশিপ

আবেদনের যোগ্যতা:

  • * মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
  • * এসিটি ও এসএটি স্কোর জমা দিতে হবে।
  • * উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
  • * ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ পেতে হবে।
  • * আবেদনকারীদের অবশ্যই একজন আন্তর্জাতিক ছাত্র হতে হবে।
  • * আবেদনকারীদের অবশ্যই মায়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অ্যাডমিশন নিশ্চিত করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক 

https://admissions.miami.edu/undergraduate/financial-aid/scholarships/stamps/index.html

7:25 PM

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৩ প্রকাশিত হয়েছে। রেলওয়ে নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। মোট ১টি পদে ১৫০৫ জনকে নিয়োগ দেবে এই প্রতিষ্ঠানটি। আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি বা সমমান পাস। 

  • পদের নাম: গেইটকিপার / গেইটম্যান
  • পদ সংখ্যা: ১৫০৫ 
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
  • যেসকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সকল জেলার প্রার্থী

আবেদন সহ বিস্তারিত

>>>>Click Here<<<<

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget